লাল জামা, নীল প্যান্ট, পায়ে জুতো পড়া ছোট্ট শিশু। উপুড় হয়ে একদিকে মাথা কাত করে, পেছন দিকটা উঁচু করে, ঠিক যেভাবে ছোট শিশুরা ঘুমিয়ে থাকতে পছন্দ করে, সেভাবেই ঘুমিয়ে আছে। শুধু ছোট্ট দেহে প্রাণ নেই। প্রাণহীন দেহটা পড়ে রয়েছে সমুদ্রের পাড়ে। সমুদ্রের জল বার বার মৃদু ছোঁয়ায় তাকে জাগিয়ে তোলার বৃথা চেষ্টা করছে। সিরিয়ান কোন এক পরিবারের শিশু। যে পরিবারটি সমুদ্র পথে গ্রীসের উদ্দেশ্যে যাত্রা করছিল অস্থিতিশীলতা থেকে শান্তিতে বাঁচার জন্য। কিন্তু শান্তি আর হলো না। দুটি
নৌকা ডুবে গেছে। পাঁচটি শিশু সহ ছয় জন মারা গেছে। গতকাল তাদের মধ্যে তীরে ভেসে এসেছে এই শিশুটির
দেহ।
পাশের আরেকটা ছবিতে দেখুন, একদল লোক তিমিকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করতেছে। অথচ ভূমধ্যে সাগরে ডুবতে থাকা মানুষদের প্রতি কারোর কোন ভ্রুক্ষেপ নেই। এই হল তাদের মানবতাবাদ।।